ভুট্টা বোঝাই ট্রাকে ফেনসিডিলসহ আটক-২

ভুট্টা বোঝাই ট্রাকের আড়ালে ফেনসিডিল পাচারকালে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে ট্রাকের চালক ও তার এক সহযোগীকে।

বুধবার (১৬ জুন) দিবাগত রাত ৩ টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটক দুজন হলেন,দিনাজপুরের চিরিবন্দর উপজেলার নানিয়াটেকর (কোনপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ট্রাক চালক রবিউল ইসলাম (৩৬)। অপরজন দিনাজপুরের খানসামা উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামের মৃত আতাবুদ্দিনের ছেলে ট্রাকের সহযোগী (হেলপার) আব্দুল বারেক (৩৭)।

পুলিশ জানায়, তাদের কাছে খবর ছিল সীমান্ত এলাকা থেকে মাদক রাজধানী ঢাকার উদ্দেশে বিভিন্ন যানবাহনে পাচার হচ্ছে। তাই বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেগুনবাড়ি এলাকায় চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশী অভিযান শুরু করে পুলিশ।

এ সময় পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার দিক থেকে আসা ভুট্টা বোঝায় একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১৫-৭৮৪১) থামার সংকেত দেয় তারা। সংকেত পেয়ে ট্রাকটি থামিয়ে ট্রাকের চালক ও তার সহযোগী ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদেরকে আটক করে।

আটক দুজনের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাকের কেবিনে ড্রাইভারের সিটের নিচে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ৩০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ট্রাকের চালক ও হেলপার সহ আমরা তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। জব্দ করা ট্রাকটিতে ২৫১ বস্তা দেশী ভুট্টা ছিল।

চালান অনুযায়ী যার বাজার মূল্যে ৩ লক্ষ টাকা। আসামিদেরকে সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর এক আসামিকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।

ওই  ট্রাক চালককে গত নভেম্বর মাসেও ট্রাকে ১৬২ বোতল ফেনসিডিল পাচারের সময় আমরা আটক করেছিলাম। সেই সময়েও তার বিরুদ্ধে আমাদের থানায় মামলা করা হয়েছে। জেল থেকে বের হয়ে সে আবারও কৌশলে মাদক পরিবহনের কাজে জড়িয়ে পড়েছে।

মোঃ লোটাস আহম্মেদ/বার্তা বাজার/টি
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর