বিশ্বে করোনায় আরও ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বে আবারও করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৯ হাজার ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৯৪৪ জন।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ৩৮০ জন। করোনায় মোট মারা গেছেন ৩৮ লাখ ৪৮ হাজার ১৬৯ জন। আর সুস্থ হয়েছেন মোট ১৬ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৯৬৭ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৯৮৫ জন। মারা গেছেন ৬ লাখ ১৬ হাজার ১৫০ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৪৯৫ জন।

যুক্তরাষ্ট্রের পর তালিকায় দুইয়ে আছে ভারত। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৫৫৫ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ৩ লাখ ৮১ হাজার ৯৩১ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার ৫৪৪ জন।

এ তালিকায় তিনে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৬ লাখ ২৯ হাজার ৭১৪ জন ও মারা গেছেন ৪ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৬০১ জন।

ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় চারে ফ্রান্স, পাঁচে তুরস্ক, ছয়ে রাশিয়া, সাতে যুক্তরাজ্য,আটে ইতালি, নয়ে আর্জেন্টিনা এবং দশে রয়েছে কলম্বিয়া।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন ও মারা গেছেন ১৩ হাজার ২৮২ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর