টাঙ্গাইলে আরও ১৫ হাজার ৬০০ ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছেছে

তৃতীয় ধাপে টাঙ্গাইলে ১৫ হাজার ৬০০ ডোজ চায়নার উৎপাদিত সিনোভ্যাক্স ভ্যাকসিন এসে পৌঁছেছে। বুধবার (১৬ জুন) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান উপস্থিত থেকে এই ভ্যাকসিন গ্রহণ করেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো.শাহাবুদ্দিন খান জানান, তৃতীয় ধাপে জেলায় মোট ১৫ হাজার ৬০০ ডোজ চায়না উৎপাদিত সিনোভ্যাক্স ভ্যাকসিন এসে পৌঁছায়। আমরা সেই ভ্যাকসিন গ্রহণ করে তা যথা নিয়মে সংরক্ষণ করেছি। অগ্রাধিকার তালিকাতে যারা আছে তাদের মাঝে এই ভ্যাকসিন আগামী ১৯ তারিখ থেকে দেয়া শুরু হবে।

ভ্যাকসিন সংরক্ষণাগারে সার্বক্ষনিক বিদ্যুত ও ইন্টারনেট ব্যবস্থা করা হয়েছে। ভ্যাকসিনের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর