ব্যাংকে লেনদেনের নতুন সময়

করোনাকালে চলমান বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে আরও এক মাস। আগামী ১৫ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে নতুন এই বিধি নিষেধ। তবে এরই মাঝে দেশের বিভিন্ন ব্যাংকে লেনদেনের সময় বাড়ানো হয়েছে আরও আধা ঘন্টা।

বুধবার (১৬ জুন) কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়। সকল তফসিলি ব্যাংকের এমডি ও সিইওর কাছে তা পাঠিয়ে দেওয়া হয়েছে।

পাঠানো সার্কুলার অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে ব্যাংকে লেনদেন। এর আগে ঘোষিত বিধি নিষেধের সময় ব্যাংকে লেনদেন চলতো বিকাল ৩টা নাগাদ। তবে সাড়ে ৩টার পর থেকে ৫টা পর্যন্ত এই দেড় ঘন্টা ব্যাংক খোলা রেখে আনুষাঙ্গিক কাজ করা হবে।

পাশপাশি ১৩ এপ্রিল জারিকৃত সার্কুলারের সকল বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর