মানুষের দুর্ভোগ লাঘবের দাবিতে অভিনব উপায়ে সংসদে ভাষণ

জাতীয় সংসদে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ভাষণ দিয়েছেন সরকারি দল থেকে নির্বাচিত পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। বুধবার (১৬ জুন) ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এভাবে দাবির কথা জানান।

তার গলায় ঝুলানো প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না- বাঁধ চাই’। উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে নিজের গলায় প্লেকার্ড ঝুলিয়ে এভাবে বক্তব্য দেন তিনি।

এস এম শাহজাদা বলেন, ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে আমি গিয়েছিলাম। তখন তারা এই প্ল্যাকার্ড ঝুলিয়ে তাদের দাবির কথা বলেছেন।

জানা যায়, সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াসে উপকূলীয় অঞ্চলের অনেক এলাকায় বাঁধ ভেঙে গিয়েছে। এর ফলে প্লাবিত হয়েছে জনপদ। মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনায় তিনি এই উপায় অবলম্বন করেছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর