দরিদ্র পীড়িত সুদানকে ৬৫ কোটি টাকা অনুদান দিল বাংলাদেশ

দারিদ্রের নির্মম কষাঘাতে জর্জড়িত আফ্রিকার দেশ সুদানকে আর্থিক অনুদান হিসেবে ৫৪ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ সরকার। এই টাকা দেওয়া হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মাধ্যমে

বুধবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএমএফ-এর আহ্বানে সাড়া দিয়ে অত্যধিক ঋণগ্রস্ত দরিদ্র রাষ্ট্র এবং ওআইসি সদস্যভুক্ত বন্ধুপ্রতীম দেশ সুদানের ঋণ মওকুফের লক্ষ্যে বাংলাদেশ সরকার ৬৫ কোটি টাকা দিয়েছে। সরকার প্রত্যাশা করে ডেবিট রিলিফ হিসেবে বাংলাদেশের এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রাম আরও শক্তিশালী করবে।

এর আগে গত বছরও আইএমএফ-এর উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকার আরেক দরিদ্র দেশ সোমালিয়াকেও ৮ কোটি টাকার বেশি অনুদান দিয়েছিল বাংলাদেশ সরকার।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর