নওগাঁয় আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নওগাঁয় চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২৩ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।

বুধবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে লকডাউন বাড়ানোর তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা করোনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৫ দফা বিধিনিষেধের মেয়াদ আগামী ২৩ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

১৫ দফা বিধিনিষেধের মধ্যে রয়েছে- সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান, শপিংমল ও মার্কেট খোলা রাখা যাবে। হোটেল রেস্তোরাঁ শুধু পার্সেলের মাধ্যমে খাবার সরবরাহ করতে পারবে। তবে চায়ের স্টল বন্ধ থাকবে। মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় হলে তাৎক্ষণিক দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ করে দেওয়া হবে। জেলার সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউিনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। সকল ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান বন্ধ থাকবে।

জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাইরে বের হওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে জুম্মার নামাজসহ প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবে ও অন্য ধর্মীয় উপাসনালয়ে সমসংখ্যক ব্যক্তি প্রার্থনা বা উপাসনা করতে পারবেন।

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় ১২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২ জন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ১৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ৫৬ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ২ হাজার ২৬২ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর