প্রতিবাদের মুখে কানাডায়ও ভিড়তে পারেনি ইসরায়েলি জাহাজ

যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বন্দরের পর এবার কানাডার পোর্ট অব প্রিন্স রুপার্টে ইসরায়েলের জাহাজ ভিড়তে দেয়নি দেশটির বিক্ষুদ্ধ জনতা। ফিলিস্তিনে বর্বরতা চালান ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রতিবাদের অংশ হিসেবে এই কাজ করেছে।

প্রেস টিভির এক খব অরে বলা হয়, বন্দরে যেন ইসরায়েলের কোনো জাহাজ ভিড়তে না পারে সেজন্য ফেয়ার ভিউ কন্টেইনার টার্মিনালের প্রবেশমুখে পিকেট লাইন তৈরী করে জাহাজটিকে প্রতিহত করেন বিক্ষোভকারীরা।

এদিকে উত্তর আমেরিকার দেশগুলোতেও ‘ব্লক দ্য বোট’ আন্দোলন গড়ে তোলা হয়েছে। তারাও এই প্রতিবাদের সাথে সংহতি জানিয়ে কন্টেইনার জাহাজ প্রতিহত করার জন্য কাজ করছেন।

এর আগে যখন ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল ইসরায়েলিরা তখন ইতালির সমুদ্র বন্দরের কর্মীরা ইসরায়েলের কোনো জাহাজে পণ্য তুলে দেওয়া কিংবা খালাস করতে অম্মতি জানিয়েছিল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর