কুষ্টিয়ায় ৩ জনকে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছেন এএসআই সৌমেন

কুষ্টিয়ায় মা-ছেলেসহ ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছেন মামলার একমাত্র আসামি পুলিশের এএসআই সৌমের কুমার রাত। সোমবার (১৪ জুন) আদালতে ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দিয়েছেন।

বেলা সোয়া একটা থেকে বিকাল ৪টা নাগাদ কুষ্টিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হকের খাসকামরায় তার জবানবন্দি নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে আদালতের পেশকার এম এ আলীম জানান, বেলা একটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সৌমেনকে আদালতে হাজির করা হয়। এসময় তার মাথায় হেলমেট, শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ও দুই হাত হাতকড়াবদ্ধ ছিল।

উল্লেখ্য, রোববার (১৩ জুন) সকালে কুষ্টিয়া সদরের কাস্টমস মোড় এলাকায় স্ত্রী আসমা ছেলে রবিন ও কথিত প্রেমিক শাকিলকে গুলি করে হত্যা করেন খুলনার ফুলতলা থানায় কর্মরত এএসআই সৌমেন রায়। এই হত্যাকাণ্ডে সৌমেন সরকার প্রদত্ত গুলি ও অস্ত্র ব্যবহার করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন কুষ্টিয়া জেলা পুলিশ।

এদিকে, রোববার রাতেই সৌমেন রায়কে পুলিশ বাহিনী থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা হয় হত্যা মামলাও।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর