দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন টেস্ট শুরু

সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটের মাধ্যমে করোনা পরীক্ষা শুরু হয়েছে।

আজ (১৪ জুন) সোমবার থেকে এ পরীক্ষা শুরু হয়েছে।সরকারী ছুটিরদিন ব্যতিত প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা করা হবে বলে জানা যায়।

র‌্যাপিড টেস্টে যারা নেগেটিভ আসবে তাদের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য নমুনা দিতে হবে। পিসিআর ল্যাবের এর জন্য নমুনা নেয়া হবে দুপুর ১টা থেকে ২:৩০ পর্যন্ত।

সকল পরীক্ষাতেই জনপ্রতি সরকার নির্ধারিত ফি ১০০ টাকা করে। তবে দরিদ্র রোগিদের বিনামূল্যে পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডাঃ আব্দুল লতিফ জানান, দেবহাটায় গত ২৪ ঘন্টায় আরোও ১৬ জন করোনায় আক্রান্ত।

এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করা যাবে। এর মাধ্যমে মানুষের ভোগান্তি কমবে।

মীর খায়রুল আলম/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর