শঙ্কায় বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলতি মাসের শেষের দিকে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু বাংলাদেশের এই সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

জিম্বাবুয়েতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবধরনের খেলাধুলার কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে জিম্বাবুয়ে সরকারের ক্রীড়া মন্ত্রণালয়। আগামী ২২ জুন থেকে তা কার্যকর হবে। আরা তাই বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে জিম্বাবুয়ে সফরে থাকা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের চারদিনের ম্যাচটি স্থগিত করা হয়েছে।

আগামী ২৯ জুন জিম্বাবুয়ে যাওয়ার কথা বাংলাদেশ দল। এরপর ৭ জুলাই একমাত্র টেস্ট মাঠে নামার কথা বাংলাদেশ-জিম্বাবুয়ের। আগামী ১৬ জুলাই প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ১৮ ও ২০ জুলাই।

আগামী ২৩ জুলাই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২৫ ও ২৭ জুলাই।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর