আইসিসির মাসের সেরা খেলোয়াড় হলেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। পাকিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কার প্রবীন জয়াবিক্রমাকে টপকে সেরা হয়েছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আইসিসির মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুশফিক। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৭৯ গড়ে ২৩৭ রান করেছিলেন মুশফিক।

সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সিরিজ সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। প্রথম ম্যাচে ৮৪ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২৫ রান। প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন মুশফিক।

এর ফলে প্রথম দুই ম্যাচের ম্যাচসেরাও হয়েছিলেন তিনি। শেষ ওয়ানডেতে বাংলাদেশ হারলেও মুশফিকের ব্যাট থেকে আসে ৩৮ রান। এমন পারফরম্যান্সের কারণে এবার মাসসেরা খেলোয়াড় হলেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ উইকেট শিকার করে পাকিস্তানকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন হাসান আলি। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১১ উইকেট নিয়েছিলেন জয়াবিক্রমা। মুশফিকের সঙ্গে তারাও ছিলেন সেরা হওয়ার তালিকায়। তবে তাদেরকে টপকে সেরা হয়েছেন মুশফিক।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর