বেরোবির ঢাকাস্থ লিয়াজোঁ অফিস বন্ধ করলেন নবনিযুক্ত উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিস বন্ধ ঘোষণা করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ।

সোমবার (১৪ জুন) প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় ঢাকাস্থ লিয়াজোঁ অফিস বন্ধ ঘোষণা করেন তিনি।

নবনিযুক্ত উপাচার্য বলেন, গত রোববার (১৩ জুন) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিস গিয়ে পুরোপুরি বন্ধ ঘোষণা করে এসেছেন। বিশ্বিবদ্যালয় কেন্দ্রীক সকল সভা বিশ্ববিদ্যালয় থেকেই নেয়া হবে।

ক্যাম্পাসে সবসময় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কে নতুন করে ঢেলে সাজিয়ে একাডেমিকসহ বিভিন্ন সমস্যাগুলো দ্রত যেনো সমাধান হয় সেই চেষ্টায় করতে চাই।

চার বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়টি যেন পরিপূর্ণতা পায় সেজন্য সরকারের সহযোগিতা কামনা করেছের তিনি।

উপাচার্য বলেন, গত ১০ বছরে যে সেশনজট তৈরী হয়েছে তা দ্রুত সমাধানের উদ্যেগ নেয়া হবে। তবে তিনি মনে করেন একসাথে এতগুলো সমস্যা সমাধানে কিছুটা সময় লাগবে। সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদেরও সহযোগীতা কামনা করেছেন হাসিবুর রশিদ।

অনলাইনে ক্লাস পরিক্ষা নেয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন এটি সরাকারের নেয়া স্বীদ্ধান্ত তবুও শিক্ষার্থীরা যেহেতু স্ব- শরীরে বিশ্ববিদ্যালয়ে এসে পরিক্ষা দিতে চান তাই শিক্ষক শিক্ষার্থীর সমন্বয়ে একটি স্বীদ্ধান্ত নেয়া হবে।

রকি আহমেদ/বার্তাবাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর