ভারতে করোনায় একদিনে প্রায় ৪ হাজার মৃত্যু

ভারতে গত কয়েকদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের নিচে নামলেও মৃত্যুর সংখ্যা কমছে না। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রায় ৪ হাজার মানুষ মারা গেছে এবং সংক্রমণ ৭০ হাজারের কম।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে। ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জন।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭০ হাজার ৪২১ জনের। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০ জনে।

সোমবার (১৪ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

গত ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছিল। বিশ্বে করোনায় আক্রান্তের তালিকায় দুইয়ে ও মৃত্যুর তালিকায় তিনে রয়েছে ভারত।

ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৮১ লাখ ৬২ হাজার ৯৪৭ জন। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু রয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর