এবারও বিদেশিদের হজে অংশগ্রহণ করতে দেবে না সৌদি

মহামারি করোনা সংক্রমণ রোধে এবারও সীমিত পরিসরে হজ পালিত হবে। গতবারের মতো এ বছরও বিদেশিদের হজে অংশগ্রহণ করতে দেবে না সৌদি আরব।

শুধুমাত্র টিকা নেয়া ৬০ হাজার সৌদি নাগরিক ও অভিবাসী পাবেন হজে অংশ নেয়ার সুযোগ। করোনা মহামারির কারণে টানা দুই বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজ্ব করতে যেতে পারছেন না।

সৌদি নাগরিক ও সেখানে বসবাসকারী ৬০ হাজার মানুষকে এবার হজ্বের জন্য অনুমতি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সীরাই হজ্ব করতে পারবেন তবে তাদের অবশ্যই করোনার টিকা দেয়া থাকতে হবে।

১৯৩২ সালে সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৯০ বছরের ইতিহাসে হজ বন্ধ হয়নি। প্রতিষ্ঠার আগে নানা কারণে প্রায় ৪০ বার আংশিক ও পূর্ণভাবে হজ বন্ধ করা হয়। তবে দেশটি প্রতিষ্ঠার পর টানা দুই বছর সীমিত আকারের হজ ইতিহাসে এবারই প্রথম।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর