মাস্ক না পড়ায় জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জামালপুরে করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সচেতনতা বৃদ্ধির লক্ষে শহরের বিভিন্ন স্পটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১২ জুন) বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার জামালপুর শহরের দয়াময়ী, তমালতলা, সকাল বাজার ও ফৌজদারি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন চালক-যাত্রী ও পথচারিদের মাক্স না পড়ার দায়ে ১৮ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক পড়া বাধ্যতামূলকসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান চলছে।

সহকারি কমিশনার ভূমি তাহমিনা আক্তার বলেন, করোনার প্রার্দুভাব কমে আসা না পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। ##

আলমগীর হোসেন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর