শেরপুরে এসডিজি বিষয়ক কর্মশালার উদ্বোধন (ভিডিওসহ)

তারিকুল ইসলাম,জেলা প্রতিনিধি: শেরপুরে জেলার সদর উপজেলায় স্থানীয় পর্যায়ে “টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন” বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা ২৪ জুন সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত এসডিজি বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি বাস্তবায়নের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হামিদুর রহমান’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ছানুয়ার হোসেন ছানু, সহকারী কমিশনার ও সদর উপজেলা ভূমি অফিসার ফারুক আল মাসুদ।

এসময় এসডিজি বিষয়ক বাস্তবায়নে নানা দিক তুলে ধরা হয়। এসবের মধ্যে রয়েছে, ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদে বৈশ্বিক এ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ইতোমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। এসডিজির ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রার প্রতিটির জন্য ইতোমধ্যে ষবধফ/পড়-ষবধফ ও ধংংড়পরধঃব মন্ত্রণালয়/ বিভাগ চিহ্নিত করা হয়েছে। এসডিজি বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রাপ্তিকল্পে ইতোমধ্যেই ‘ঝউএং ঘববফং অংংবংংসবহঃ ধহফ ঋরহধহপরহম ঝঃৎধঃবমু’ প্রণীত হয়েছে। অধিকন্তু, সকল মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা (অপঃরড়হ চষধহ) প্রণয়ন করা হয়েছে। যেহেতু এসডিজি মূলত একটি বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা এবং এর বাস্তবায়ন একটি দীর্ঘমেয়াদী বিষয়, কাজেই যথাযথভাবে এটি অর্জনের জন্য স্থানীয়করণ (ষড়পধষরুধঃরড়হ) ও অগ্রাধিকার নির্ণয়ের কোন বিকল্প নেই।

দিনব্যাপী কর্মশালায় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা কৃষি অফিসার পিকন কুমার সাহা, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর জব্বার, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ সেলিম মিঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্রাম হোসেন, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবীব, কামারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বারী চাঁন, ভাতশালা ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, প্রেসক্লাব সহ-সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান মোরাদ, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন সোহেলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ ৮০ জন অংশ গ্রহণ করেন। কর্মশালা শেষে স্থানীয় পর্যায়ে “টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন” বিষয়ে ৮টি গ্রুপের নেতৃবৃন্দগণ সুপারিশমালা উপস্থাপন করেন।

দেখুন ভিডিওতে
https://www.facebook.com/sherpur/videos/2297261000327213/

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর