আলট্রা-এজ না দেখেই সৌম্যকে আউট দিলেন আম্পায়ার

বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্নটা জিইয়ে রাখার জন্য তো বটেই, নিজেদের ক্রিকেটীয় অহম ধরে রাখার লড়াইও এটি। এ কারণেই আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার। এমন একটা ম্যাচে বাংলাদেশ শুরুতেই আম্পায়ারের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের শিকার।লিটনের পর ফের বাজে আম্পায়ারিংয়ের শিকার সৌম্য সরকার।

মুজিব উর রহমানের বলে সৌম্যকে এলবিডাব্লিউর সিদ্ধান্ত দিলেন মাঠের আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন সৌম্য। রিপ্লেতে দেখা যায় বলটি ব্যাটের খুব কাছেই গিয়েছিল। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল বল ব্যাটেই লেগেছে। কিন্তু আম্পায়ার আলট্রা এজ দেখলেন না। তা না দেখেই সৌম্যকে আউট দিয়ে দিলেন। তাতে প্রশ্নবিদ্ধ হলো হলো আরও একবার আম্পারিং নিয়ে। এর আগে লিটন কুমার দাসের আউটটিও ছিল বিতর্কিত।

সাজঘরে ফেরার আগে ১০ বলে ৩ রান করেছেন সৌম্য।

সৌম্যের আগে সাকিবকেও এলবি আউট দেন আম্পায়র।রিভিউ নিয়ে বেঁচে যান সাকিব।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর