সিকৃবির বার্ষিক প্রতিবেদন ও বিশ্ববিদ্যালয় বার্তা প্রকাশিত

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৬-১৭ সালের বার্ষিক প্রতিবেদন এবং ২০১৮ সালের বিশ্ববিদ্যালয় বার্তা (Newsletter) প্রকাশ করা হয়েছে। ২৪ জুন, সোমবার সিকৃবি উপাচার্য সচিবালয়ে বার্ষিক প্রতিবেদন ও বিশ্ববিদ্যালয় বার্তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

সম্পাদনা পরিষদের সদস্য সচিব ও জনসংযোগ বিভাগের পরিচালক মোঃ আনিসুর রহমান সভার শুরুতেই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্পাদনা পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ মোহন মিঞার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবুল কাশেম, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন প্রফেসর ড. সানজিদা পারভীন রিতু, মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক খলিলুর রহমান ফয়সাল।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, পিএসটু ভাইস-চ্যান্সেলর ডেপুটি রেজিস্টার ডাঃ ফখর উদ্দিন এবং রেজিস্ট্রার কার্যালয়ের সেকশন অফিসার পিংকু ধর।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর