১০ বছরে যুক্তরাষ্ট্রে মসজিদ বেড়েছে ৩১ শতাংশ

বিগত ১০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা আশাতীত বৃদ্ধি পেয়েছে। শতকরা হিসেবে এই সংখ্যা এখন ৩১ শতাংশ। মার্কিন মুল্লুকের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে তাদের দেশে মোট ২ হাজার ৭৬৯টি মসজিদ চিহ্নিত করা হয়।

বুধবার (১ জুন) যুক্তরাষ্ট্রের মস্ক গ্রোয়িং অ্যান্ড অভোলিং প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে যুক্তরাষ্ট্রে দুই হাজার ১০৬টি মসজিদ চিহ্নিত করা হয়েছিল। বর্তমানে যার বৃদ্ধির হার ৩১ শতাংশ।

তাদের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসী ও তাদের জন্মহারের ফলে মুসলিম জনগোষ্ঠী বাড়ছে। যার কারণে মসজিদের সংখ্যাও বেড়েছে।

তবে এক দশকে দেশটিতে বেশ কিছু মসজিদ বিলুপ্তও হয়েছে। ২০১০ সালে বিলুপ্তির হার ছিল ২০ শতাংশ। এখন সেটা কমে এসে দাঁড়িয়েছে ৬ শতাংশে। শহর এলাকায় বেশি মসজিদ বিলুপ্তির ঘটনা ঘটেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর