মিরসরাইয়ে উন্নায়ন, প্রতিবন্ধী ভাতা, ফ্যান ও ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

ইকবাল হোসেন জীবন,মিরসরাই: মিরসরাই উপজেলায় ২৪ জুন রোজ সোমবার সকাল ১১টায় মিরসরাই উপজেলা অডিটরিয়ামে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বেদে ও অনগ্রসর জীবনমান উন্নায়নে ভাতা পরিশোধ বই, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সিলিং ফ্যান ও মাননীয় সংসদ সদস্য মহোদয়ের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি উন্নায়ন ভাতা ৮০জন, প্রতিবন্ধী ভাতা মাধ্যমিক ১২২, প্রাথমিক ১৮১, উচ্চ মাধ্যমিক ২১, উচ্চতর ৬ মোট ৩৩০, ফ্যান ১৫টি প্রতিষ্ঠানে ৫টি করে মোট ৭৫টি, মাননীয় সংসদ সদস্য মহোদয়ের ঐচ্ছিক তহবিলের চেক ২৮জনের হাতে তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এবং মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, মিরসরাই কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম তানজীর, মীরসরাই থানার অফিসার জাহেদুল কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আরা, মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ: দা:) নাজমুন নাহার, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা ১৬টি ইউনিয়ন চেয়ারম্যান সহ প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর