মিথ্যা খবর না ছড়াতে অনুরোধ মাশরাফিদের কোচের

বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার সাইফউদ্দিন বিতর্ক থামছেই না। তার ইনজুরি নিয়ে রহস্য ছড়িয়েছে। হ্যামস্ট্রিং না পুরনো পিঠের ব্যথায় ভুগছেন এ প্রতিশ্রুতিশীল খেলোয়াড়, সেই দ্বন্ধে ভুগছেন সমর্থকরা।

এমন পরিস্থিতিতে রহস্যের ধূম্রজালে আরও আগুন লাগিয়ে দেয় দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যম। অস্ট্রেলিয়ার বিপক্ষে গা বাঁচানোর জন্যই খেলতে চাননি মোহাম্মদ সাইফউদ্দিন।

এর আগে বাংলাদেশে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও সাইফউদ্দিনের চোট বিষয়ে দুই রকমের বক্তব্য দেয়া হয়েছিল। নিজের ইনজুরি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সাইফউদ্দিনও। এসব মিলিয়ে বাংলাদেশে সমর্থকদের মধ্যে নানা ধরনের খবর ও গুজব ছড়িয়েছে গত কয়েক দিন ধরেই। এসব গুজবের মধ্যে একটিই প্রশ্ন ছিল দেশটির ক্রিকেটপ্রেমীদের- আফগানিস্তানের বিপক্ষে সাইফউদ্দিন খেলবেন তো?

এবার গুজব থামাতে এগিয়ে এলেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস নিজেই। আজ (সোমবার) আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে রোডস বলেন, ‘দয়া করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করবেন না। এতে দলের ক্ষতি হচ্ছে।’

তিনি বলেন, ‘আমার অনুরোধ থাকবে খেলোয়াড়দের সততা নিয়ে প্রশ্ন করার আগে সত্যটা কী, সেই বিষয়টি শতভাগ নিশ্চিত হয়ে নেবেন।’

বিশ্বকাপের ম্যাচ কভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের উদ্দেশ্যে রোডস বলেন, ‘এখানে বাংলাদেশ থেকে যেসব সাংবাদিক এসেছেন, তারা সবাই মনেপ্রাণে চান আমরা যেন ভালো করি। আমি বিশ্বকাপ জিততে উন্মুখ। আমাদের পাহাড় ডিঙাতে হবে। তাই এমন কঠিন পথচলায় বাংলাদেশ দল ও এর খেলোয়াড়দের জন্য ক্ষতিকর এমন কিছু লিখবেন না। আর এমন তথ্য পেলে সেটা লেখার আগে দয়া করে একটু নিশ্চিত হয়ে নেবেন।’

এ সময় রোডস সাইফউদ্দিনের বর্তমান অবস্থার কথা জানান। তিনি বলেন, ‘সাইফের পিঠের ব্যথাটা ওকে ভোগাচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে ও মোটেই ফিট ছিল। ’

তিনি যোগ করেন, ‘সে ম্যাচের আগে অনুশীলনেই সাইফউদ্দিন বল করতে পারেনি। আপনি কি এমন কোনো বোলারকে দলে নিতে পারবেন, যে বল করতে পারবে না? ’

তাই সাইফউদ্দিনকে খেলানো হয়নি, তাকে বিশ্রাম দেয়া হয়েছে বলে জানান তিনি।

অথচ তাকে নিয়ে নানা অসত্য প্রতিবেদন এসেছে। এতে তার মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ পত্রিকায় যেসব প্রতিবেদন এসেছে, সেগুলো সত্যি নয় বলে জানান স্টিভ রোডস।

তিনি বলেন, ‘এমন খবর শুনেছি যে, সাইফউদ্দিনের বদলি ঠিক করতে আমার সঙ্গে মাশরাফির নাকি বৈঠক হয়েছে, কিন্তু এমন খবর একেবারেই ভিত্তিহীন। এ নিয়ে কোনো বৈঠকই হয়নি।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর