লাইভ ভিডিওতে বিশেষ সুবিধা আনছে ফেসবুক

ফেসবুকের নতুন কিছু ফিচার আনার ঘোষণা দেন জাকারবার্গ। বুধবার (২৬ মে) দিবাগত রাতে নিজের ভেরিফাইড পেজে তিনি বলেন, গেমিংয়ে যুক্ত থাকা উদ্ভাবক ও স্ট্রিমারদের জন্য আমরা নতুন কিছু প্রযুক্তি আনছি, যা তাঁদের জীবিকার ক্ষেত্রেও ভূমিকা রাখবে।

তিনি জানান, ভিডিও দেখার সময় গেমিং ভিডিওতে ফ্যানরা স্টার দিয়ে তাঁদের পছন্দের স্ট্রিমারদের পাশে থাকতে পারবেন। গেমিং ভিডিও দেখার সময় অনুসারীরা যেন গেমারদের সহায়তা করতে পারেন এবার সে ব্যবস্থাই করছে ফেসবুক।

জাকারবার্গ আরো বলেন, বিভিন্ন বিষয়ে লাইভ ভিডিও শেয়ার করেন এমন ভিডিও স্ট্রিমারদের জন্য নতুন সুবিধা যোগ করছে ফেসবুক। লাইভ ব্রেক অপশন আসছে; এর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা লাইভ থেকে বিরতি নিতে পারবেন।

তিনি আশা প্রকাশ করেন, নতুন এই সমস্ত ফিচারের মাধ্যমে ফেসবুক ব্যবহার আরও অনেক উপভোগ্য হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর