দক্ষিণ আফ্রিকাকে পাহাড়সম লক্ষ্য দিল পাকিস্তান

দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান দুই দলেরই বাঁচা-মরার লড়াই। লর্ডসের মাঠে এ ম্যাচে শুরু থেকেই ঝলক দেখাচ্ছে পাকিস্তান। টসে জিতে ব্যাটিং নিয়ে দারুণ শুরু করছে ইমরান খানের উত্তরসূরীরা।আজও বরাবরের ন্যায় দারুণ খেলছেন বাবর আজম।সঙ্গে বিধ্বংসী ইনিংস খেলেছন হারিস সোহেল।ফলে নির্ধারিত ৫০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটের বিনিময়ে ৩০৮ রান।

এদিন ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে টস জিতে যে সরফরাজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তা আপাতত বলা যায় ব্যাটসম্যানরা সঠিক প্রমাণ করছেন।এখন বাকি কাজটা সারতে হবে বোলারদের।

আজ ইমাম-উল হককে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন ফখর জামান।৮১ রানের জুটি গড়ে ৪৪ রানে বিচ্ছিন্ন হন ফখর জামান।এরপর একই রান অর্থাৎ ৪৪ রান করে কাটা পড়েন অপর ওপেনরা ইমাম-উল হক।দুই ওপেনারকে সাজঘরে ফেরান ইমরান তাহির।

এরপর দলের হাল দরেন বাবর আজম ও অভিজ্ঞ হাফিজ।২০ রান কাটা পড়েন হাফিজ।অন্যদিকে দলকে আকড়ে ধরেন বাবর। তুলে নেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক।এরপর ৬৯ রানে কাটা পড়েন বাবর।

বাবর ফিরলেও জ্বলে উঠেন হারিস সোহেল।৩৮ বলে তুলে নেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১১তম ফিফটি।এরই ফাকে ১৫ বলে ২০ রান করে বিদায় নেন ইমাদ ওয়াসিম।বাবরকে সঙ্গ দিতে এসে ৪ রান করে কাটা পড়েন ওয়াহাব রিয়াজ।৫০তম ওভারের ৫ম বলে ধরা পড়েন হারিস সোহেল। ফেরার আগে ৫৯ বলে ৮৯ রান করেন তিনি। আর তাতে রান পাহাড়ে উঠে পাকিস্তান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর