ডব্লিউএসআইএস’র পুরস্কার জিতেছে বিটিআরসি

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিষ্ট্রেশন প্রক্রিয়ার জন্য ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২১ জিতেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

একই সঙ্গে অ্যাকশন লাইন সিফাইভ ক্যাটাগরিতে স্থান পেল বিটিআরসির সিবিভিএমপি প্রকল্প সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্লাটফর্ম।

মঙ্গলবার (১৮ মে) ডব্লিউএসআইএস প্রাইজ-২০২১ অ্যাওয়ার্ড গিভিং সিরিমনি শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

এ অনুষ্ঠানে ৯০টি চ্যাম্পিয়ন প্রকল্পের মধ্য থেকে ১৮টি প্রকল্পকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়। অ্যাকশন লাইন সিফাইভ ক্যাটাগরিতে এই পুরস্কার জয়ী হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। অ্যাকশন লাইন সিফাইভ এর মূল প্রতিপাদ্য হলো ‘বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অব আইসিটি’স।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর