বিশ্ববাসী ইসরাইল ও তার সমর্থকদের চিনে রাখছে: ইরান

ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির যে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি তার অফিসিয়াল টুইটার পেজের এক পোস্টে গাজা উপত্যকায় ইসরাইলি হামলার কিছু ছবি পোস্ট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, যখন যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বোমা নিরপরাধ ফিলিস্তিনিদের উপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে তখন মার্কিন সরকার আরো ৭৩ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ‘নিখুঁত’ ক্ষেপণাস্ত্র তেল আবিবকে দিচ্ছে যাতে ইসরাইল আরো বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করতে পারে।

জাওয়াদ জারিফ লিখেছেন, বিশ্ববাসী ইসরাইল ও তার সমর্থকদের কদার্য চেহারা চিনে রাখছে।

মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট ইসরাইলের কাছে আমেরিকার নতুন করে অস্ত্র বিক্রি করার খবর প্রকাশ করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিক্রিয়া জানান।

মার্কিন দৈনিকটি জানিয়েছে, গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডবের মধ্যেই ইহুদিবাদী ইসরাইলের কাছে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম এমন ৭৩ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন দিয়েছে আমেরিকা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর