ধোবাউড়ায় সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ের আয়োজন করায় জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত গণজমায়েত নিষেধাজ্ঞা থাকলেও ময়মনসিংহের ধোবাউড়ায় সরকারি বিধি নিষেধ অমান্য করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় বরের পিতাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

জানা যায়, সোমবার (১৭ মে) কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবার কথা থাকলেও ছিল না তেমন কোন আয়োজন। কিন্তু মঙ্গলবার (১৮ মে) উপজেলার গামারিতলা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে বর ইলিয়াস মিয়ার বাড়িতে দেখা যায় তার উল্টো চিত্র। সেখানে শত শত মানুষ কে দাওয়াত দেওয়া হয়। ফলে সৃষ্টি হয় গনজমায়েত।

খবর পেয়ে বিয়ে বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিকুজ্জামান। সরকারি নির্দেশ অমান্য করে বিয়ের আয়োজন করায় বরের পিতা মানিক মিয়াকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় ফোর্স।

আনিসুর রহমান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর