ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধের আহ্বান বাইডেনের

ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তারাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। টানা আট দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে বাইডেন জানিয়েছেন, মিশরসহ অন্য দেশগুলোর সঙ্গে সংঘাত রোধে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে, এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধ বন্ধের আহ্বান বিষয়ক বিবৃতি আটকে দেয় যুক্তরাষ্ট্র।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধে মিশরের প্রেসিডেন্ট ও জর্ডানের রাজার সাথে একত্রে কাজ করবেন।

এদিকে ফিলিস্তিনে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গত কয়েকদিনে ইসরায়েলি হামলায় ৬১ শিশুসহ ২১২ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। সংঘাতে ইসরায়েলে মারা গেছে দুই শিশুসহ ১০ জন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর