রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আটক ৫

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দু পক্ষের মধ‍্যে সংঘর্ষের ঘটনায় ২ জন মারা গেছে। আহত হয়েছে প্রায় ২০ জন। অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গতকাল সোমবার (১৭ মে) এপ্রিল বিকালে আধিপত‍্য বিস্তারকে কেন্দ্র করে পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের মনার বাড়ির শাহ আলম মেম্বার ও ফজিলা বাড়ির ফজলু মেম্বারের ছেলে ও শাহআলমের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও বন্ধুক নিয়ে উভয় পক্ষের মধ‍্যে এই সংঘর্ষ ঘটে।

এই সংঘর্ষে গতকাল ইয়াসিন (১৩) নামের এক কিশোর এবং আজ মঙ্গলবার সকালে শহীদ মিয়া (৩০) পিতা: আশাব উদ্দিন, নামে এক যুবক গুলিবিদ্ব হয়ে মারা গেছে। এছাড়াও প্রায় ২০ জন আহত হয়েছে। এ ছাড়াও অনেক বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ এর ঘটনা ও ঘটেছে।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ২ টি বন্ধুক ও ৩ রাউন্ড গুলিসহ ৫ জনকে আটক করা হয়েছে। ঘটাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর