ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে ভারতীয় আমদানী নিষিদ্ধ ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানঘড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে গোলাম রব্বানী (২২)।

র‌্যাব জানায়, গতকাল সোমবার (১৭ মে) দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউপির কানাগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিরামপুর উপজেলা থেকে ঘোড়াঘাটের দিকে আসা রেজিষ্টেশন বিহীন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। পরে র‌্যাব ফেনসিডিল ও মোটর সাইকেল জব্দ করে।

র‌্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছি। গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। মাদক ব্যবসায় তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা অনুসন্ধান চালাচ্ছি।

মো. লোটাস আহম্মেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর