সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু

করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জন।

টানা দ্বিতীয় দিনের মত ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ লাখের নিচে নামল। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৫৩৩ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জনে।

মঙ্গলবার (১৮ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। ভারতের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো এত সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালে শয্যার অভাব, অক্সিজেন-ওষুধের সঙ্কটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

ভারতে করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপর তালিকায় আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর