নীলফামারীতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেছে বাসদ

নীলফামারীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সোমবার (১৭ মে) বিকাল সাড়ে ৫টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডাঙ্গারহাটে কুশপুত্তলিকা দাহ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

এর আগে ফিলিস্তিনের জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনটির নেতা কর্মীরা ছাড়াও স্থানীয়রা অংশ নেন।

বাসদ’র নীলফামারী জেলা শাখার আহ্বায়ক ইউনুছ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা শাখার সদস্য সচিব দামিদুল ইসলাম, সদস্য নিরঞ্জন রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক জাকির হোসেন প্রমূখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরাইলের হামলা বন্ধ ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিচার দাবি করেন। ইসরাইল সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বানও জানান বক্তারা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর