আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত নারীসহ গ্রেপ্তার ৪

ফরিদপুরে আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার (১৬ মে) গভীররাতে শহরের গোয়ালচামট রঘুনন্দনপুর শিশু পার্ক সংলগ্ন হোটেল হোটেল হ্যাভেনসিতে এই অভিযান চালানো হয়।

জানা যায়, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জনের নেতৃত্বে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় হোটেল মালিক মো. মিলন মোল্যা (৪০), হোটেল বয় কামরুল মোল্যা (৩৩), মিতু আক্তার (২৫), শারমিন আক্তার (২১) কে আটক করে। অভিযানের সময় আরও অনেক তরুণ-তরুনী পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।

আটককৃতদের বিরুদ্ধে সোমবার (১৭ মে) মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফরিদপুর ডিবি পুলিশের ওসি সুনীল কুমার কর্মকার জানান, ফরিদপুরে পুলিশ সুপারের দিকনির্দেশনায় আমরা ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। এই মহামারি দুর্যোগে আইন শৃঙ্খলারক্ষা ও মানবিক কাজে জীবন বাজী রেখে পুলিশ কাজ করছে। সাধারণ মানুষেরও উচিত জনসচেতনতায় সমাজের উন্নয়নে পুলিশকে সহযোগিতা করা।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর