শিক্ষার্থীদের টিকাদান সম্পূর্ণ হলেই খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষক ও শিক্ষার্থীদের টিকাদান সম্পূর্ণ হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৭ মে) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে আলোচনা চলছে। সরকার নির্দেশনা দিয়ে দিয়েছে, ইউনিভার্সিটি বা কলেজগুলোর যে হোস্টেলগুলো আছে সেগুলো অলরেডি ৪০টির মতো সংস্কার হয়ে গেছে।

তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের ভ্যাকসিনেটেড করে ফেলতে পারি তাহলে ইনশাল্লাহ দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।

এদিকে করোনার সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন বা বিধিনিষেধ আরও এক সপ্তাহের জন্য বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ২৩ মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর