কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত ব্যক্তির মৃত্যু

যশোর সদরের বলাকা হোটেলে ভারত থেকে আগত এক ব্যক্তি কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা গেছেন। রোববার (১৬ মে) বিকালে
হোটেলের একটি কক্ষে মারা যাওয়া ওই ব্যক্তির নাম বিমল চন্দ্র দে (৫৬)।

তিনি শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকার গৌরাঙ্গ চন্দ্র দের ছেলে।

পুলিশ জানায়, মৃত বিমল চন্দ্র ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভারতে যান। গত ৮ মে তিনি বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরেন। অসুস্থ অবস্থায় ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যশোর শহরের বলাকা হোটেলে তাঁকে রাখা হয়।

মৃত্যুর তথ্য নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বার্তা বাজার কে বলেন, করোনা নেগেটিভ সনদ নিয়ে তিনি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর শরীরে করোনাভাইরাস ছিল কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা ফলাফলে কি আসে সেটা পরে জানা যাবে।

এন্টনী দাস অপু/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর