‘ফ্রি-ফায়ার’ খেলতে স্মার্টফোন কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

বগুড়ার শিবগঞ্জে ফ্রী ফায়ার গেমস্ খেলার জন্য পরিবারের কাছ থেকে স্মার্টফোন চেয়ে না পাওয়ায় অভিমান করে আখিরুল ইসলাম (১৩) নামের এক স্কুল ছাত্র গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১৬ মে) বিকাল ৩ টার দিকে উপজেলার আলাদীপুর এরুলিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আখিরুল একই এলাকার নুর আলম আনছারীর ছেলে ও স্থানীয় উথলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।

নিহতের বড় ভাই রবিউল ইসলাম বলেন, আখিরুল আমাদের কাছে ফ্রি-ফায়ার গেমস্ খেলার জন্য স্মার্টফোন কেনার বায়না ধরে। তার বন্ধুদের স্মার্টফোনে ফ্রি-ফায়ার গেমস্ খেলা দেখতে দেখতে সে আসক্ত হয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে বোরো ধান মাড়াই করে মোবাইল ফোন কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সে আস্থা হারিয়ে সবার অগচরে বাড়ির পাশের একটি কুড়েঁ ঘরের বাঁশের সাথে গলায় গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাশ বিনা ময়না তদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

খালিদ হাসান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর