‘গোপালীর খেল শুরু’ বলে গান বাজনাকে ইতি দিলেন নোবেল!

ভারতের একটি রিয়েলিটি শো থেকে উঠে আসা আলোচিত ও সমালোচিত গায়ক মাঈনুল আহসান নোবেল ‘গান বাজনাকে ইতি’ দিয়েছেন বলে এক ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন।

রোববার (১৬ মে) রাত ৯টা ৩৯ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি এই পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।

ওই পোস্টে বোবেল লিখেন, ‘গান বাজনাকে ইতি। মেহেরবান রিলিজ হইলে হইলো, না হইলে নাই। কিন্তু যারা আমার পেছনে লাগতেসে, এগুলারে দেখবো আজকের থেকে। বেয়াদব না? ঠিকাছে। সিনিয়র জুনিয়র, সব। আসো খেলি! গোপালীর খেল শুরু। শালা বি এন পি তাইনা? দেখি কেমনে টিকিস।’

স্ট্যাটাসে ‘শালা বিএনপি বলে’ কাকে ইঙ্গিত করেছেন তা স্পষ্ট বুঝা যায়নি। যারা তার পেছনে লেগেছে তাদেরকে দেখে নেওয়ার কথাও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (১৩ মে) দিনগত রাতে ফেসবুক পোস্টে তিনি জেমসসহ দেশের বেশ কয়েকজন বিখ্যাত সঙ্গীতজ্ঞকে নিয়ে কটুক্তি করেন। পরে অবশ্য তিনি দাবি করেছেন, তার পেইজ হ্যাক হয়েছিল।

এসব ঘটনার প্রেক্ষিতে তার সাথে ১২টি গানের চুক্তিতে আবদ্ধ হওয়া দেশের খ্যাতনামা সঙ্গীত প্রযোজন প্রতিষ্ঠান সাউন্ডটেক চুক্তি বাতিল করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর