ডিজিটাল নিরাপত্তা আইনে আইনজীবী নেতা গ্রেফতার

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি অ্যাড. এম শাহ আলমকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ মে) দুপুরে সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাড. শাহ আলমকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ভার্চুয়াল শুনানি চলাকালে সাতক্ষীরা আদালতের পিপি অ্যাড. আব্দুল লতিফকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তিনি (পিপি) নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

তাছাড়া ফেসবুকে মানহানিকর ছবি আপলোডের অভিযোগে অ্যাড. লিয়াকত আলীও তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর