শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নপানিতে ডুবে সাব্বির আহমদ মিসকান(৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (১৬ মে) সকালে উপজেলার রক্তি নদীতে ঘটনাটি ঘটে। বিকালে খবর পেয়ে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে রক্তি নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত সাব্বির আহমদ মিসকান(৪০) উপজেলা রির্সোস সেন্টারে (ইউআরসি) মাস্টার রোলে অফিস সহায়কের কাজ করতেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের নিদান আহমদের ছেলে।

স্বজনরা জানান, ঈদ উপলক্ষে শনিবার শ্বশুর বাড়ি পুরান বারুঙ্কা গ্রামে বেড়াতে যান নিহত সাব্বির। রোববার সকালে শ্বশুর বাড়ির অদুরে রক্তি নদীতে গোসলে গিয়ে ডুবে মারা যান। তিনি অনেকদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আবির/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর