পূর্ব শত্রুতার জেরে কৃষকের কলাবাগানে হামলা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে কলাসহ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় একাধিক লোকের বিরুদ্ধে। শনিবার (১৫ মে) সকাল ৯ টার দিকে উপজেলার সেউতিবাড়িয়া চৌরাস্তা এলাকায় জাহাঙ্গীর মাতুব্বার এর কলা বাগানে এই ঘটনা ঘটে।

এসময় কেটে ফেলা হয় ৩০/৩৫ টা কলা গাছে কলাসহ গাছ। অভিযোগের তীর স্থানীয় আব্বাস মাতুব্বার (৪২) সহ আরও কয়েকজন লোকের বিরুদ্ধে।

ভুক্তভোগী জাহাঙ্গীর মাতুব্বার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আব্বাস মাতুব্বর এই কাজ করেছেন। আমার এই কেনা সম্পত্তির দলিল আছে। এখানে অনেক গাছ আছে। আমাকে মারার জন্য খোঁজাখুজি করে না যেসব গাছে কলা ধরেছে সেগুলো কেটে ফেলেছে তিনিসহ তার লোকজন।

তিনি আরও বলেন, এর আগে আমি আমার জীবনের নিরাপত্তার জন্য থানায় একটি জিডি করে রেখেছি। এখন আমার কোনো জীবনের নিরাপত্তা নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

অভিযুক্ত ব্যক্তি আব্বাস মাতুব্বার বলেন, আমার বাড়ির জমিতে কলাগাছ, সেই গাছ কেটে জাহাঙ্গীর আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান আছে।

নাছরুল্লাহ আল কাফী/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর