‘গণহত্যার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ধরিয়ে দিন’

সারাবিশ্ব জুড়েই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের দাবানল জ্বলে উঠেছে। ফিলিস্তিনিদের উপর বর্বরতা ছাড়িয়ে গেছে মানবিকতাকে অনেক আগেই। সারাবিশ্বের মত এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতেও লেগেছে আন্দোলনের জোয়ার।

শনিবার (১৫ মে) শহরটিতে ফিলিস্তিনে ইসরায়েলি সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ করেন হাজার হাজার অভিবাসী ফিলিস্তিনি, আরব ও মার্কিনিরা।

সেখানে দেখা বিক্ষোভকারীদের হাতে নানা রকম প্ল্যাকার্ড দেখ যায়। এগুলোর মধ্যে দেখা মিলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবির সাথে লেখা ‘ওয়ান্ডেট ফর জেনোসাইড’ (গণহত্যার জন্য ধরিয়ে দিন) প্ল্যাকার্ফটির।

পাশপাশি ‘ওয়ার্ল্ড স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’ (পৃথিবী ফিলিস্তিনের সঙ্গে আছে), ইসরায়েলি বর্বরতার ছবি সম্বলিত ‘হাউ ডু ইউ ফিল’ (আপনার কেমন লাগছে) ইত্যাদি প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা।

প্রসঙ্গত, গত সোমবার থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৯৫০ জন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর