দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া ৬০০ বাংলাদেশি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ-ভারত সীমান্ত দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তবে দুই দেশের দেশের হাই কমিশনের অনাপত্তিপত্র নিয়ে দুই দেশে ফিরতে পারছেন আটকে পড়া যাত্রীরা।

এরই ধারাবাহিকতায় ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেছে।

শনিবার (১৫ মে) পর্যন্ত এ চেকপোস্ট দিয়ে ৬০০ বাংলাদেশি দেশে ফিরেছেন। একইসঙ্গে ঢাকায় ভারতীয় দূতাবাসে কর্মরত ১৫ জন ভারতীয় নাগরিকও বাংলাদেশে এসেছেন।

চেকপোস্ট সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল থেকে শনিবার (১৫ মে) পর্যন্ত আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ৬০০ যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন।

এছাড়াও শনিবার ভারতে আটকে পড়া আরও ১২ জন বাংলাদেশে এসেছেন। এদের মধ্যে তিনজনকে ঢাকা সিএমএইচে ও বাকি ৯ জনকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়।

আখাউড়া আন্তর্জাতিক ইমেগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ আব্দুল হামিদ জানান, করোনার কারণে দীর্ঘদিন ধরে চেকপোস্ট দিয়ে সাধারণ যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ভারত এবং বালাদেশে আটকে পড়া যাত্রীরা দুই দেশের হাই কমিশনের অনাপত্তিপত্র নিয়ে এই চেকপোস্ট ব্যবহার করে নিজ দেশে ফিরতে পারছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর