শিরোপা জিতে মাঠেই ফিলিস্তিনের পতাকা উড়ালেন ‘বাংলাদেশি’ হামজা

শনিবার রাতে ওয়েম্বলিতে হারিয়ে প্রথমবারের মত এফএ কাপের শিরোপা জিতেছে লেস্টার সিটি। চেলসিকে ১-০ গোলে হারিয়েছে তারা। লেস্টার সিটির পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন ইউরি টিলেমানস।

এফএ কাপের শিরোপা জিতে ইতিহাসে নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। এফএ কাপ জিতে সতীর্থ ওয়েসলি ফোফানাকে নিয়ে বিশ্ববাসীর সামনে নির্যাতিত ফিলিস্তিনের পতাকা তুলে ধরেন তিনি।

ফিলিস্তিনি মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান এই দুই মুসলিম ফুটবলার। জয়ের পর সবাই যখন উৎসবে ব্যস্ত তখন দুই মুসলিম খেলোয়াড় ফিলিস্তিনিদের পতাকা হাতে তুলে নেন এবং ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে হামজা-ফোফানার ফিলিস্তিনি পতাকা হাতে ছবি। হামজা চৌধুরীর জন্ম লেস্টারে। তার বাবা গ্রানাডার ও মা বাংলাদেশের।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর