এই দুঃসময়ে বিএনপিকে মানুষের পাশে দাঁড়াতে দেখেনি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি সবসময় সমালোচনা করে। তারা ভালো কিছু খুঁজে পায় না। এই দুঃসময়ে তাদের কোনো মানুষের পাশে দাঁড়াতে দেখেনি।

তাদের কাউকে সাহায্য করতে দেখেনি, খাবার দিতে দেখেনি। বিএনপির কথার রাজনীতি মানুষ আর গ্রহণ করবে না। মানুষ চাই এই দুঃসময়ে বিএনপি মানুষের পাশে দাঁড়াক।’

শনিবার (১৫ মে) বিকেলে মানিকগঞ্জ গড়পাড়ায় মন্ত্রীর বাগানবাড়িতে স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা লকডাউনে ছিলাম। ঈদের আগে মার্কেট-দোকান খুলে দেওয়া হয় যাতে করে মানুষ প্রিয়জনদের জন্য কিছু কিনতে পারে। শেষ পর্যন্ত আমরা দেখেছি হাজার হাজার লোক বাজারে গিয়ে ঈদ সামগ্রী কিনেছে। নিজেদের বাড়িতেও যাত্রা করেছে।’

তিনি আরও বলেন, ‘যে যেখানে আছেন সেখানেই ঈদ করার জন্য প্রধানমন্ত্রী আহ্বান করেছিলেন। কিন্তু ঈদের কেনাকাটার সময় সব জায়গায় স্বাস্থ্যবিধি মানা হয়নি। মানুষ যেভাবে বাড়ি গেছে তাতে আমরা শঙ্কিত। তারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এটাই প্রত্যাশা করি।’

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রমজান আলী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো প্রমুখ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর