আম পাড়তে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই যুবকের

রাজশাহীর বাগমারায় আম পাড়তে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) বিকালে উপেজলার দিয়ারবিল গ্রামে এই ঘটনা ঘটে। তারা আম পড়ার শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

নিহতরা হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের তারাচাঁন গ্রামের এছার উদ্দিনের ছেলে বাবু (১৮ ) ও মৃধা পাড়ার মৃত সাইদুল ইসলামের ছেলে রনি (২৪)।

জানা যায়, শনিবার তারা দুর্গাপুর থেকে আম পাড়ার কাজ করতে ভবানীগঞ্জ যান। সেখানে বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের মরদেহ এখনও বাগমারায় আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, শনিবার তারা বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দিয়ারবিল নামক স্থানে আম পাড়ার কাজে গিয়েছিলেন। বিকালে সেখানে বজ্রপাত হলে আম বাগানেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর