পূর্ব ঘোষিত ২৩ তারিখেই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান

শকরোনা সংক্রমণের কারণে কওমি ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এক বছরেরও বেশি সময় ধরে। বারবার এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ দিয়েও করোনার প্রকোপে তারিখ পিছিয়েছে সরকার। সর্বশেষ ২৩ মে খোলার ঘোষণা দিলেও তা হচ্ছে না।

সরকার সর্বশেষ ঘোষণা দিয়েছিল ২৩ মে খুলবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু করোনার চলমান সংকটে আবারও ১ সপ্তাহের জন্য কটহোর বিধি নিষেধ আরোপ করায় পূর্ব ঘোষিত সময়ে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন।

দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত বছরের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এখন পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর