বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

২০২২ কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দুই ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী মাসে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।

আগামী ৪ জুন ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৯ জুন তারা প্যারাগুয়ের মাঠে খেলবে। আগের দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না দলটির তারকা ফুটবলার নেইমার। তবে এবার স্কোয়াডে ফেরানো হয়েছে তাকে।

এছাড়াও দলে আছেন ৩৮ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস। আলভেসকে দলে রাখা প্রসঙ্গে ব্রাজিল কোচ তিতে বলেন, বর্তমানে সে ভালো ফর্মে আছে। এছাড়াও জাতীয় দলে তার রেকর্ড ভালো। সে একজন নেতা এবং তার অভিজ্ঞতা আমাদের আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, বাছাইপর্বে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৪টিতেই জয় পেয়েছে ব্রাজিল। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। অন্যদিকে ৪ ম্যাচ খেলে ৩টিতে জয় ও একটিতে ড্র করেছে আর্জেন্টিনা। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন, ওয়েভারটন, এডারসন।

ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, আলেক্স সান্দ্রো, রেনান লোদি, এদের মিলিতাও, থিয়াগো সিলভা, লুকাস ভেরিসিমো, মার্কিনিয়োস।

মিডফিল্ডার: কাসেমিরো, ফাবিনিয়ো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, দগলাস লুইস, এভেরটন রিবেইরো।

ফরোয়ার্ড: এভেরটন, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল বারবোসা, গাব্রিয়েল জেসুস, নেইমার, ভিনিসিউস জুনিয়র, রিশার্লিসন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর