নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটি গঠন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্ব খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) “স্রস্টার এবাদত ও সৃষ্টের সেবা” এ মহান ব্রতকে সামনে রেখে ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের মেয়াদোত্তীর্ন কার্যনির্বাহী গঠনের লক্ষ্যে ২২ জুন শনিবার বেলা ১১ টা হতে নলতা শরীফ শাহী জামে মসজিদের ২য় তলায় এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের এডহক কমিটির আহবায়ক আলহাজ্ব অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। প্রাপ্ত তথ্যানুযায়ি, সভায় আজীবন ও সাধারণ সদস্য মিলে মোট ৯৬০ জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব প্রকৌশলী ড. কাজী আলী আযম, আলহাজ্ব মৌলভী আনছার উদ্দিন আহমদ, আলহাজ্ব মুহাম্মদ সেলিম উল্লাহ, সাবেক সাংসদ আলহাজ্ব মুনসুর আহমদ, আলহাজ্ব মো. আব্দুল মজিদ, সাবেক প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবু সাউদ, আলহাজ্ব মো. আনিছুজ্জামান খোকন, সরদার আমজাদ হোসেন, আজমীল জামান, মো. খিদিরুল ইসলাম, আলহাজ্ব মো. রেজাউল ইসলাম প্রমূখ। দীর্ঘ আলোচনা শেষে অধিকাংশের মতামতের ভিত্তিতে পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম সাহেব মনোনীত ৩০ সদস্য বিশিষ্ট নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যকরি পরিষদ গঠিত হয়েছে। নব-গঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, মিশনের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি (নলতা শরীফ) এবং পুণরায় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আলহাজ্ব মো. আব্দুল মজিদ (সখীপুর)। এছাড়া কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি আলহাজ্ব কাজী রফিকুল আলম (ঢাকা), সাবেক সাংসদ আলহাজ্ব মুনসুর আহমদ (পারুলিয়া), আলহাজ্ব ড. প্রকৌশলী কাজী আলী আযম (ঢাকা), আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাক (সাতক্ষীরা) ও আলহাজ্ব এ এইচ এম মাহফুজুল হক (ঢাকা), যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মো. এনামুল হক খোকন (নলতা শরীফ), সহ-সম্পাদক আলহাজ্ব চৌধুরী মো.আমজাদ হোসেন (পাইকাড়া) ও মো.মালেকুজ্জামান (মোবারক মহল), কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক, প্রধান শিক্ষক (নলতা শরীফ), কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মৌলভী আনছার উদ্দীন আহমদ (পদাধিকার বলে খাদেম, নলতা পাক রওজা শরীফ), আলহাজ্ব মুহাম্মদ সেলিমউল্লাহ (ঢাকা), আলহাজ্ব মো. সাইদুর রহমান (নলতা শরীফ), আলহাজ্ব মো. ইউনুস (নলতা শরীফ), অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম (পারুলিয়া), মো. শফিকুল হুদা (পীরভবন), ডা. মো. নজরুল ইসলাম (সখীপুর), মো. শফিকুল আনোয়ার রঞ্জু (নলতা শরীফ), আলহাজ্ব মো. শফিকুল ইসলাম (হবিগঞ্জ), আলহাজ্ব আবুল ফজল (নলতা শরীফ), আলহাজ্ব মো. রবিউল হক (পীরভবন), মো. খায়রুল হাসান (পীরভবন), আলহাজ্ব মো. একরামুল রেজা (পীরভবন), আলহাজ্ব মো. আলমগীর হোসেন (ঢাকা), চেয়ারম্যান-নলতা ইউনিয়ন পরিষদ (মো. আজিজুর রহমান), আলহাজ্ব নাসিরুল হক (গাজীপুর), আলহাজ্ব মো. রফিকুল ইসলাম বাচ্চু (ঢাকা), আলহাজ্ব একরামুল হক (মাঘরী) এবং আলহাজ্ব মো. আনারুল ইসলাম (মাটিকোমরা)। উল্লেখ্য, এছরের ১০ ফেব্রুয়ারি নলতা শরীফ শাহী জামে মসজিদের ২য় তলায় বার্ষিক পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কার্যকরি পরিষদ নিয়ে আলোচনান্তে নানা ধরণের জটিলতা দেখা দেয়। তখন কমিটি গঠন ও দৈনন্দিন কাজের জন্য সাধারণ সভায় অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি কে আহবায়ক এবং আলহাজ্ব ড. কাজী আলী আযম কে যুগ্ম-আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক গঠিত হয়। সে মোতাবেক কমিটির সহযোগিতায় পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম সাহেবের মাধ্যমে ২২ জুন আগামী মেয়াদের জন্য বিশেষ সাধারণ সভায় পূর্নাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
এদিকে নবগঠিত কমিটির সভাপতি, সম্পাদক সহ সকলকে নলতা শরীফ প্রেসক্লাব ও বিভিন্ন ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
Attachments area

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর