বাংলাদেশের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান কুশল পেরেরা

আগামী ১৬ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নে না থাকায় এই সিরিজে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিবেন কুশল পেরেরা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে লঙ্কানরা ভয়ডরহীন ক্রিকেট খেলবে বলে জানিয়েছেন কুশল পেরেরা। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পছন্দ করি এবং সাফল্য পাই। ভয়ডরহীন ক্রিকেট না খেললে আমি সাফল্য পাই না। তাই আমি চাই সবাই ভয়ডরহীন ক্রিকেট খেলুক।

তিনি আরও বলেন, আমাদের নিজেদের শক্তির ও দুর্বল জায়গা বুঝে খেলতে হবে। আর বাংলাদেশ সিরিজে আমাদের ফিল্ডিং ইউনিট নিয়ে আমি বেশ আশাবাদী।

উল্লেখ্য, আগামী ২৩ মে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর