ক্রিকেটার নাসুমের বাবা ১৩ দিন ধরে নিখোঁজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার নাসুম আহমেদের বাবা আক্কাস আলীকে ১৩ দিনে ধরে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানেই তাকে খোঁজা হয়েছে। না পেয়ে থানায় জিডি দায়ের করেছেন নাসুম নিজেই।

মঙ্গলবার (১১ মে) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় দায়ের করা জিডিতে নাসুম লিখেন, গত ৩০ শে এপ্রিল তার পিতা আক্কাস আলী নগরীর পশ্চিম পীরমহল্লাস্থ ঐক্যতান-১৮০ নম্বর আফতাব উদ্দিন কটেজ থেকে বের হয়ে যান। রাতে বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে তাকে খোঁজ করে পাওয়া যায়নি।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মাইনুল জাকির জানিয়েছেন- মো. আক্কাস আলীকে না পাওয়ায় নাসুম আহমদ উপস্থিত হয়ে লিখিত আবেদন করলে এয়ারপোর্ট থানার সাধারণ ডায়েরি (নং-৪৭৭) গ্রহন করা হয়।

পার্শ্ববর্তী সকল থানা সহ রেলওয়ে থানায় বেতার বার্তা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর